এবার পুজোর ট্রেন্ডিং ‘গিরগিটি শাড়ি’! কোথায় পাবেন? রইল ঠিকানা

Trisha

No comments

দূর্গা পুজো (Durga Puja) বাঙালির একটা আবেগ যা শুধু পুজোতেই থিম থাকেনা! গোটা একটা বছরের অপেক্ষা করতে হয় মায়ের আগমনের জন্যে। পুজো মানেই শাড়ী! প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব শাড়ীর আগমন ঘটে, আর তা পড়তেই মেতে ওঠে তরুণীরা। শাড়ী শুধু বাঙালি বলেই নয় গোটা ভারতের সবচেয়ে পছন্দের পোশাক। তবে দূর্গা পুজোতে শাড়ী ছাড়া এক পাও চলা সম্ভব নয়।

তাই প্রতি বছরের মতো এবছর ও চল এসেছে এক অত্যাধুনিক শাড়ী। আপনি যদি এখনো পুজোর বাজার না করে থাকেন, এবং যদি শাড়ী কিনতে ইচ্ছুক হন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে। এবার পুজোয় একটা হিট Collection আসছে বাজারে। এমন একটা শাড়ী আসছে বাজারে যা গিরগিটির মত রঙ বদলায় (Color Changing Saree). এমন অদ্ভুত শাড়ীর উৎস কিন্তু তেলেঙ্গানা(Telengana)

Durga Puja 2023 TRending saree

সেখানকার স্থানীয় সিরিসিল্লা তন্তুবায় কালরত্ন পুরস্কারপ্রাপ্ত তাঁতি নল্লা বিজয় কুমার সম্পূর্ণ তাঁতে বোনা এই শাড়িটি তৈরী করেন। যা পরবর্তীতে তেলঙ্গানার মন্ত্রী কেটিআর উন্মোচন করেন। বিজয় কিন্তু এক নন, তার বাবা প্রয়াত তাঁতি নল্লা পরমধামুলু। তিনিও কিন্তু এমন এক বিস্ময়কর শাড়ী বানিয়েছিলেন যাকে ভাঁজ করে দেশলাই বাক্সের ভেতরে রেখে দেয়া যায়।

বিজয় কিন্তু তার বাবার সুযোগ্য পুত্র। তিনি এবার এমন এক শাড়ী বানালেন যেটির উপর আলো পড়লে এক একবার এক এক রকম রঙের দেখতে লাগে। বিজয় জানান, এই শাড়িটি তৈরি করতে ৩০ গ্রাম সোনা, ৫০০ গ্রাম রুপো ও বিভিন্ন রঙের রেশম সুতোর ব্যবহার করা হয়েছে। আড়ে ৪৮ ইঞ্চি, বহরে ৬.৩০ মিটার শাড়িটির ওজন ৬০০ গ্রাম।

সম্প্রতি তেলঙ্গানা সচিবালয়ে এই গিরগিটি শাড়ির (Trending Saree) আবরণ উন্মোচন করা হয়। রাজ্যের মন্ত্রী কেটিআর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রখ্যাত ব্যবসায়ী দুরাপুদি বিষ্ণু এই বিশেষ শাড়িটির বরাত দিয়েছিলেন। সম্পূর্ণ শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা।

Leave a Comment