জিষ্ণুকে নিয়ে মেঘের নেই কোনো রাখঢাক, নীলকে বুঝিয়ে দিল তার গুরুত্ব!

Nandini

No comments

Icche Putul : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ এখন চলছে ধুন্ধুমার পর্ব। মেঘ নীল আর ময়ূরীর এক ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে এই ধারাবাহিক শুরু হয়েছিল। যা প্রথম থেকেই স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকের কপি বলে সর্বদা চর্চায় থাকত। কিন্তু সেভাবে টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারেনি। তবে বর্তমানে এই ধারাবাহিক এমন একটা মোড় নিয়েছে দর্শক বেশ উৎসুক হয়ে থাকেন সিরিয়ালের প্রতি পর্বের জন্য।

বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, নীলের বাড়ির সবাই নিজের ভুল বুঝতে পেরেছে। আর তাই তারা চাইছেন আবার নতুন করে সেজে উঠুক নীলের জীবন। মেঘের আত্মসম্মানে আঘাত লাগবে নীলের কাছে ফিরে গেলে। কারণ অতীতে সে অনেক অপমানের শিকার হয়েছে। আর তাই মেঘও আর চাইছেনা নীলের কাছে ফিরতে।

icche putul serial again jishnu come between megh and neel

বাধ্য হয়ে মেঘ ঠিক করেছে, সে এমন কিছু করবে আবার তাকে নীলের বাড়ির লোক অপমান করবে, ঘৃণা করবে। আর তাই নীলের পাড়ায় গান গাওয়ার জন্য মোটা টাকা দাবি করেছে। অন্যদিকে গিনি এবং রূপের কেসের জন্য মেঘ প্রাণ ঢেলে লড়ছে। নীলের সাথে তার যতই বিবাদ থাকুক না কেন গিনির সাথে সে সবসময় রয়েছে।

কোর্টের বাইরে মেঘকে ডেকে নীল বলে, ‘ধন্যবাদ সব কিছুর জন্য’। মেঘ বলে, ‘আমার মনে হয়না এই সব কিছুর জন্য ধন্যবাদের প্রয়োজন আছে। আমি সবসময় গিনির সাথে আছি। এই কেস যতদিন চলবে আমি ততদিন পাশে রয়েছি।’ এরপরই দেখা যায়, মেঘ জিষ্ণুকে কোর্টে ডেকেছে। নীল অবাক হয়ে যায়। সে ভাবে মেঘ যেখানে জিষ্ণু সেখানে।

icche putul serial souraneel say thank you you to jishnu

মেঘ তখন বলে জিষ্ণু তো এখানে আসবেই। ও তো তোমার বোনের কেসের একজন সাক্ষী। সেদিন ও যদি পুলিশ না নিয়ে যেত, কি হত তা আমরা কেউ জানিনা। তো আমাকে ধন্যবাদ জানালে ওকেও জানাও। এরপর নীল জানায়, সে মেঘকে অন্য কারণে ধন্যবাদ জানিয়েছে, আমি শুনেছি তুমি আমাদের পাড়ায় গান গাইতে আসছ। তার জন্য ধন্যবাদ দিয়েছি। অনেকদিন তোমার গান শুনিনি, আবার শুনতে পাব ভেবে ভালো লাগলো।

Leave a Comment