TRP কমতেই নেগেটিভ চরিত্র থেকে বীথি হচ্ছে পজিটিভ, ‘মেয়েবেলা’য় নতুন মোড়

Nandini

No comments

ধারাবাহিক কিন্তু নির্ভর করে টিআরপির উপরেই, আর তাই সকল কলাকুশলীরা টিআরপিকেই গুরুত্ব দেয়। আর তাই যার টিআরপি তালিকায় নাম নেই বা প্রথম পাঁচে স্থানাধিকার করতে পারছেনা, তখনই ধারাবাহিকের স্থায়িত্বকাল কমে যায়। কখনো দু মাসে শেষ হচ্ছে, আবার কখনো চার মাসে। তাই সকলেই ভয়ে ভয়ে থাকে সবার প্রিয় ধারাবাহিকের জন্য। সম্প্রতি একটি জনপ্রিয় ধারাবাহিক নিয়ে ভয় প্রকাশ করছেন অনুরাগীরা। ধারাবাহিকটি থাকবে নাকি থাকবেনা এই নিয়ে।

স্টার জলসার (Star Jalsha) অন্যরকম ধারাবাহিক হল ‘মেয়েবেলা’ (Meyebela)। নামের সাথেই রয়েছে একটা নারীকেন্দ্রিক সত্তা। আর এই ধারাবাহিকের অনুরাগী অনেকেই। টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলেই তা বোঝা যায়। ধারাবাহিক নিয়ে যেমন চর্চা হয়, তেমনই প্রশংসিতও হয়।

ধারাবাহিকটি সমালোচিত হয় বীথি চরিত্রের জন্য। বীথি চরিত্রের অভিনয় দেখে , চরিত্রের মধ্যে নেগেটিভ সেড দেখে দর্শকরা সমালোচিত করেছে। আবার নির্ঝর আর মৌয়ের কর্তৃত্ববোধ, ভালোবাসা, পাশে থাকা সবটা দেখে প্রশংসাও পেয়েছে। যে চরিত্রটি নিয়ে এত সমালোচনা হত, সেই চরিত্রটিই এখন পজিটিভ হয়ে গেছে।

সম্প্রতি দেখা গেছে, মৌ বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, বীথি তাঁকে আটকায়। যে বীথি মাসি সবসময় মৌকে তাড়াতে উদ্যত হয়েছে, সেই বীথিই আজ মৌকে আটকাচ্ছে। এমনকি মৌকে সবসময় তুমি তুমি করে সম্বোধন করে এসেছে, আজ সে তুই বলে সম্বোধন করছে। বীথি মৌকে বলে, তুই কি সত্যিই চলে যাবি? তুমি এ বাড়ির প্রত্যেকের জন্য অনেক কিছুই করেছ। ‘ এমনকি ডোডোকেও জানায় জেদ করে সিদ্ধান্ত যেন না নেয়। বীথি চাইছে দুজনের সম্পর্ক ভেঙে না যাক।

হঠাৎ করে বীথি মাসির এই বদলে খুশি হয়েছেন অনেকেই। আবার অনেকেই ভয় পাচ্ছেন। ধারাবাহিকের বয়স চার মাস। সম্প্রতি স্টার জলসায় দেখা গিয়েছে নতুন প্রোমো যার নাম সন্ধ্যাতারা। শুধু তাই নয়, ১২ জুন থেকে সোম থেকে রবি সন্ধ্যে ৭.৩০-এর স্লটে দেখা যাবে ধারাবাহিকটি। আর এই সময় সম্প্রচার হয় মেয়েবেলা ধারাবাহিক। আর তাই সকলেই চিন্তিত পজিটিভ দেখিয়ে শেষ করে দেওয়া হবে ধারাবাহিকটি।

তাহলে কি মাত্র ৪ মাসেই বন্ধ হয়ে যাবে? এমনটাই প্রশ্ন করছেন অনুরাগীরা। রূপা গাঙ্গুলী ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর থেকেই আগের থেকে টিআরপি অনেকটাই পড়ে গেছে, আর তাই কি এমন সিদ্ধান্ত? যদিও এই বিষয়ে মুখ খোলেননি চ্যানেল কর্তৃপক্ষ। এখন দেখা যাক কি হয়।

Leave a Comment