এই মুহূর্তে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে বসেছে ধারাবাহিকের (Bengali Serial) মেলা। তেমনি বর্তমানে দাঁড়িয়ে জি বাংলার (Zee Bangla) যদি কোনো ধারাবাহিককে বাস্তববাদী ধারাবাহিক বলে চিহ্নিত করতে বলা হয় তবে তার মধ্যে সবার আগে আসবে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকের নাম। মূলত নায়িকা শিমুল ও তার চার প্রতিবেশী বান্ধবীদের নিয়ে এই ধারাবাহিকের প্লট গড়ে ওঠে।
এবার আসা যাক ধারাবাহিকের সম্প্রতিক এক এপিসোডের কথায় সেখানে দেখানো হচ্ছে শিমুল (Shimul)-পুতুলরা সমুদ্র থেকে ঘুরে আসার পর পরাগের মা মধুবালা (Madhubala) তীর্থে যাওয়ার আবদার করে। কিন্তু মায়ের ঘুরতে যেতে ২০ হাজার টাকা লাগবে শুনেই বেঁকে বসে পরাগ এবং পলাশ। তারা স্পষ্ট জানিয়ে দেয় তারা ওতো টাকা একবারে দিতে পারবেনা।
শিমুলের নরম মন শাশুড়ির কষ্ট দেখে তা লঘু করার চেষ্টা করে। সাহায্য করতে এগিয়ে আসে শিমুল। সে ঠিক করে সেই কুড়ি হাজার টাকা জোগাড় করে দেবে, কিন্তু তার কাছ পরে রয়েছে কেবল পাঁচ হাজার টাকা। তাই বাকি টাকা জোগাড় করার জন্য নিজের গয়না (Jewellery) বন্ধক রাখার সিদ্ধান্ত নেয় শিমুল। আর সেই কাজ করতে গিয়েই নতুন বিপদের সমুক্ষিন হতে চলেছে পরাগের বৌ।
বিপাশার সঙ্গে কথা বলে একটি সোনার দোকানে গিয়েছে শিমুল। সেখানে গিয়ে নিজের গয়না বন্ধক রেখে শাশুড়ির তীর্থে যাওয়ার টাকা জোগাড় করে নিয়ে আসে সে। কিন্তু এবার সেই গয়না না পেয়েই বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বাঁধাবে মধুবালা, পরাগ, পলাশরা। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে ধারাবাহিকের মহাপর্বের প্রমো (Maha Parba Promo)। সেই প্রমোতে দেখা যাচ্ছে খাবার পরিবেশনের সময় মধুবালা দেখে শিমুলের হাতে গয়না নেই।
https://youtu.be/nYbameZ_H7k
সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ‘কী অলক্ষ্মী বউ রে বাবা! আশীর্বাদের গয়না কি বেচে দিয়েছো?’ শিমুল জবাব দেওয়ার আগেই পরাগ জিজ্ঞেস করে, ‘কী করেছো আমাদের বাড়ির দেওয়া গয়না দিয়ে?’ পলাশ আবার বলে, ‘দেখ হয়তো আমাদের বাড়ির দেওয়া গয়না বেচে সেই টাকা দিয়ে পাড়ার বউদের সঙ্গে ফুর্তি করতে যাবে’। তাহলে কি শাশুড়ির সাহায্য করতে গিয়ে উল্টে শ্বশুরবাড়ির চোখে খারাপ হবে যাবে শিমুল?
Leave a Comment