‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালে দুর্দান্ত অভিনয়, সেরার সেরা হয়ে পুরস্কৃত ‘মানিক’ সুকৃত

Saranya

No comments
Star Jalsha Komola O Sreeman Prithviraj Serial Manik actor Sukrit Saha got his first award

বাংলা টেলিভিশন (Bengali Television) ইন্ডাস্ট্রিতে অনেক ধারাবাহিক দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি ধারাবাহিকে রয়েছে অজস্র শিশু অভিনেতা (Child Actor)। এই শিশু অভিনেতাদের দেখে মানুষ বেশ আনন্দই পায়। অনেক শিশু অভিনেতা রয়েছে যারা শুধুমাত্র মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, আবার অনেক শিশু অভিনেতা রয়েছেন যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন। একটা মুখ্য চরিত্রের অভিনেতা তাঁর অল্প বয়স থেকেই যখন সবার কাছে প্রশংসা পায়, তা খুবই আনন্দদায়ক।

টলি ইন্ডাস্ট্রির তেমনই এক সুন্দর অভিনেতা তাঁর অভিনয় গুণে সকলের কাছে সে প্রশংসিত হয়েছে। সেই অভিনেতা হলেন সুকৃত সাহা (Sukrit Saha)। এই নামে অনেকেই তাঁকে নাও চিনতে পারেন, কারণ তিনি সকলের কাছে জনপ্রিয় মানিক বা পৃথ্বীরাজ হিসেবে। এই শিশু অভিনেতাকে দেখা যাচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sriman Prithviraj) সিরিয়ালে।

Sukrit Saha in Komola O Sreeman Prithviraj

এই কিশোর অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল ১১ বছর আগে, কিন্তু তা স্বত্ত্বেও এই অভিনেতা তখনও জনপ্রিয়তার শীর্ষে আসতে পারেনি। কিন্তু স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ জনপ্রিয় করে তুলেছে। টিভি নাইন বাংলার তরফ থেকে একটি পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়েছিল, আর সেখানেই অভিনয়ের জন্য সেরার সেরা পুরস্কার পেলেন সুকৃত সাহা।

সেই অ্যাওয়ার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুকৃত লিখেছেন , ‘ সবার আগে প্রণাম জানাই আমার সকল গুরুকে। সাল ২০১২ থেকে এই অভিনয় যাত্রায় আমার সকল গুরুদের হাত ধরে পথ চলা শুরু করি তখন এই অভিনয় ব্যাপারটা ভালো লাগা ছিল দিনে-দিনে বোঝার ক্ষমতা বাড়াতে বুঝতে পারি ওটা ভালোবাসা হয়ে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Sukrit Saha (@sukritsahaa)

জানিনা, ঠিক কতটা বলতে হবে কতটা, কতটা লিখতে হবে কারণ গতকাল সন্ধ্যে ৭-টার পর থেকে এখনও অবধি আমি বাকরুদ্ধ। কাল টি.ভি ৯ এ ঘরের বায়োস্কোপে শো-তে স্টেজ-এ উঠে এই অ্যাওয়ার্ড দিয়ে আমাকে কিছুবক্তব্য জানাতে বলা হয়েছিল ধন্যবাদ ছাড়া কিছুই বলতে পারিনি অবশ্য এখন বলতে দিলেও পারব না। আমার জীবনের এটা প্রথম অ্যাওয়ার্ড তাই জন্যই আরও বেশি খুশি।

প্রথম সিড়িতে পা দিলে যে এত খুশি হওয়া যায় জানতাম না । ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই সকল দর্শককে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই উপহারটা আমার হাতে আসতো না। ধন্যবাদ আমার সকল গুরুকে, ধন্যবাদ অক্রোপোলিসকে, ধন্যবাদ ষ্টার জলসাকে, ধন্যবাদ আমাদের ডাইরেক্টর দাদাকে, ধন্যবাদ আমার সকল সহ-অভিনেতা/অভিনেত্রীদের, ধন্যবাদ আমাদের গোটা টিমকে বিশেষত ধন্যবাদ আমার মা-কে আমার বাবাকে,দাদাকে,দিদাকে এবং আমার গোটা পরিবারকে’।

Leave a Comment