দর্শকের ভালোবাসায় দু বছরের যাত্রায় ইতি টানছে ‘মিঠাই’, মন খারাপ অনুরাগীদের

Nandini

No comments
Mithai-last-shooting-complete

‘মিঠাই’ (Mithai), জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা এই ধারাবাহিক অবশেষে ইতি টানছে নিজেদের যাত্রায়। সব কিছুরই যেমন শুরু থাকে তেমন শেষও থাকে। সেই নিয়মেই মিঠাই শেষ হতে চলেছে। মিঠাই সিরিয়াল সিরিয়াল প্রেমীদের কাছে বাঙালির আবেগ ছিল। দর্শকের এই খবরে মন ভারাক্রান্ত হলেও। সুষ্ঠভাবে যাতে ধারাবাহিকটি শেষ হয় এমনটাই আর্জি তাদের।

বেশ অনেক আগেই জি বাংলায় ‘ফুলকি’ নামক একটি সিরিয়ালের প্রোমো প্রকাশ পেয়েছিল। একটি মেয়ের বক্সার হওয়ার স্বপ্ন ও সেই স্বপ্নকে বাস্তবায়িত করার গল্প নিয়েই এই ধারাবাহিক। এই প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকের মনে হয়েছিল হয়ত মিঠাইকেই সরিয়ে এই সিরিয়ালকে জায়গা দেবে। আর এবার ঠিক সেটাই হতে চলেছে।

Mithai-last-shooting-complete-on-6th-may

তবে ফুলকির স্লট এখনও ঘোষণা হয়নি। খুব শীঘ্রই হয়ত টিভির পর্দায় ফুলকির স্লট জানা যাবে। দিন মিঠাই অভিনেতা সিদ্ধার্থ নিজে তার প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন আর তার ক্যাপশনে তিনি লেখেন, ‘মনোহরা’র সেটে শুটিং শুরু হয়েছিল  ২০ ডিসেম্বর ২০২০ তে। প্রথম শুটিং হয় সিদ্ধার্থ মোদকের পরিচয় পর্ব দিয়ে।

আর আজ ৬ ই মে ২০২৩ শেষবারের মত শুট করা হচ্ছে। আর তিনিই অর্থাৎ সিদ্ধার্থ মোদক সর্বশেষ যিনি শেষ অবধি সেটে আছেন। এবং সব শেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সিদ্ধার্থ আর মিঠাই রানীর জুটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়। মিঠাই চরিত্রটি মৃত দেখানোর পর দর্শক আবার মিঠাইকে ফিরে পেতে ক্রমাগত অনুরোধ করে গেছেন।

সেই দর্শকের আর্জি মেনে মিঠাইকে ফিরিয়েও আনা হয়। পাশাপাশি অভিনেত্রী সৌমিতৃষার দৈত্ব চরিত্রে অভিনয় দর্শককে আবারও মুগ্ধ করেছিল। নতুন নতুন অনেক সিরিয়াল আসবে, পুরোনো শেষ হবে। তবে অনেকও সিরিয়ালের মতোই মিঠাইও সকল অনুরাগীর মনের মনিকোঠায় রয়ে যাবে।

Leave a Comment