প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের জন্যে এক বিশেষ দিন! এই দিনটার জন্য অপেক্ষায় থাকেন বাংলা মেগা সিরিয়ালের (Bengali Mega) সমস্ত ভক্তরা। কারণ এই দিনেই বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ণয়ের দিন তথা টিআরপি (Target Rating Point ) রিপোর্ট প্রকাশ্যে আসার দিন। তবে এই সপ্তাহের টিআরপি(TRP) ভেঙে দিতে পরে অনেকের মন! কারণ কেবল অনুরাগের ছোঁয়া(Anurager Chowa)!
অনুরাগের ছোঁয়ার টপার পজিশন থেকে ছিটকে যাওয়ার ঘটনা এই প্রথম নয়, এর আগেও বহুবার ১ম স্থান থেকে নেমে গিয়েছিলো সে, কিন্তু এবারে ১ম স্থান থেকে নয় এক্কেবারে ৫ম স্থান থেকেও ছাটাই হল এই ধারাবাহিকের! যা এক বড়োসড়ো ধাক্কা দিয়েছে এই ধারাবাহিক প্রেমীদের! মিশকার সূর্যর জীবনে ফিরে আসা, দীপা-সূর্যর ডিভোর্স, সোনা-রূপার তাদের বাবার থেকে দূরে চলে যাওয়ার ট্র্যাকে আর মজা পাচ্ছে না দর্শক। যার প্রভাব সরাসরি পড়েছে নম্বরে!
গতসপ্তাহে যৌথভাবে বেঙ্গল টপার হয়েছিল নিম ফুলের মধু আর কার কাছে কই মনের কথা। কিন্তু এই সপ্তাহে এই দুই ধারাবাহিকই ছিটকে গেছে প্রথম স্থান থেকে। নিম ফুলের মধু ৭.১ নম্বর নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৭.০ নিয়ে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। একই নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থান অভিকের করে আছে ফুলকি।
তবে প্রশ্ন হল এই সপ্তাহের বেঙ্গল টপার হল কে? সে আর কেউ নয়, জগদ্ধাত্রী(Jagaddhatri)! এই নিয়ে ১৯বার টপারের স্থানে বসতে পারলো এই মেগা। এককালে প্রতি সপ্তাহে এই মুকুট তার কাছে গেলেও মাঝখানে তা কেড়ে নিয়েছিল অনুরাগের ছোঁয়া ও কার কাছে কি মনের কথা। এই সপ্তাহে সবাইকে ছিটকে দিয়ে নিজের জায়গা আবার ফিরে পেয়েছে জ্যাস।
এবার দেখে নিন সেরা দশ টিআরপির তালিকা-
- প্রথম: জগদ্ধাত্রী ৭.৭
- দ্বিতীয়: নিম ফুলের মধু ৭.১
- তৃতীয়: ফুলকি / কার কাছে কই মনের কথা (৭.০)
- চতুর্থ: তোমাদের রাণী (৬.০)
- ঞ্চম: সন্ধ্যাতারা ৫.৯
- ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া (৫.৮)
- সপ্তম: রাঙা বউ (৫.৫)
- অষ্টম: তুঁতে (৫.৪)
- নবম: Love বিয়ে আজকাল (৫.৩)
- দশম: ইচ্ছে পুতুল (৫.২)
উল্লেখ্য, এদিকে শোনা যাচ্ছে সরিয়ে দেওয়া হবে Love বিয়ে আজকালের নায়িকাকেই। রাঙা বউ-এর সঙ্গে টক্করে এই ধারাবাহিক বারবার হারাচ্ছে স্লট। মৌমিতার জায়গায় আসবেন তৃণা সাহা। ২৭ সে নভেম্বর থেকে মিলির সম্প্রিয়ছারের সময় বদলে যাচ্ছে। জল থই থই ভালোবাসা-র কাছে বারবার স্লট হেরে যাওয়া মিলিকে সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে রাত দশটায়।
Leave a Comment