কপালে টিপ, মুখে মিষ্টি হাসি! নম্বর ১ টলি-নায়কের তৃতীয় স্ত্রী, বলুন তো কে?

Trisha

No comments

সম্প্রতি দেশ জুড়ে পালিত হয়ে গেল শিশু দিবস (Children’s Day)। সেই উদযাপনে অংশ নিল টলিপাড়া (Tollywood)। সকাল থেকেই ইনস্টাগ্রামে(Instagram) ছবি ও ভিডিও পোস্ট করলেন নানা অভিনেতা ও অভিনেত্রীরা! কেউ মা করলেন স্মৃতি রোমন্থন তো কেউ জাগিয়ে তুললেন নিজের শৈশবকে।

এরই ভিড়ে দেখা গেলো ছোট করে কাটা চুল, কপালে ছোট্ট টিপ, ফ্রক পরে মুখে মুখে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা এক কন্যাকে! আবার সেই একই কন্যা অন্য একটি ছবিতে লেহেঙ্গা পরে,মাথায় ছোট দুটি ফুল। হাত জোর করে বসে নাচের ভঙ্গিতেও দেখা গেলো তাকে! কার কথা বলছি বুঝলেন নাতো? তিনি আর কেউ নন বুম্বাদার (Prosenjit Chattapadhaya) স্ত্রী ওরফে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়(Arpita Chattapadhaya)

তবে কেবল অভিনয় নয়, সঞ্চালনাতেও তিনি সমান ভাবে দক্ষ। ২০০২ সালে‌ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনি বুঝতে পারলেন তিনি কে?

ঠিক এভাবেই নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করে দিনতা উদযাপন করলেন তিনি! ১৯৭৪ সালে জন্মগ্রহণ করা এই কন্যাকে ১৯৯৯ সালে প্রভাত রায় পরিচালিত সিনেমা ‘তুমি এলে তাই’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম টলিউডে আত্মপ্রকাশের পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি!

শুধু তাই নয় , তিনি শক্তি সামন্ত থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ ,অঞ্জন দত্তের মতো খ্যাতনামা সব পরিচালকদের পরিচালনায় কাজ করেছেন। ‘অসুখ’, ‘উৎসব’, ‘পারমিতার একদিন’, ‘দেবদাস’, ‘দাদাঠাকুর’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘সত্যান্বেসী’, ‘একটি তারার খোঁজে’ প্রভৃতি নানা ছবিতে অভিনয় করে দর্শকদের নয়নের মনিতে পরিণত হয়েছিলেন!

অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও তাকে টেক্কা দিতে পারেনি কেউই! এরপরই ২০০ সালে পরিণয়ের বন্ধনে বাধা পড়েন প্রসেনজিৎ ও অর্পিতা! তাঁদের ছেলের নাম মিশুক ওরফে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।  খবর রয়েছে, খুব জলদিই হয়তো তিনি পা রাখবেন টলিউডে।

Leave a Comment