টলিউড হোক বা বলিউড প্রতিটি ইন্ডাস্ট্রিতেই রয়েছে অনেক ভাগ। ছোটো পর্দা (Television), বড় পর্দা, ওটিটি (OTT) সবেতেই অনেকেই অভিনয় করেন। কারোর শুরুটা হয় ছোটো পর্দা দিয়ে, এরপর অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে পৌঁছে যায় বড় পর্দায় কিংবা ওটিটিতে। ছোটো পর্দায় একটা অভিনয় করেই বড় পর্দায় পৌঁছে যান না, অনেক পরিশ্রমের পর তবেই ওই জায়গায় পৌঁছে যান।
বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় চারিদিকে একটা অ্যাওয়ার্ড শোয়ের (Award Show) ভাইরাল ভিডিও। সকল অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল অ্যাকাউন্টে সেই পুরস্কারের ছবি ভিডিও পোস্ট করছেন। এই পুরস্কারের আয়োজন করেছেন টিভি নাইন বাংলা। টিভি নাইন বাংলা টেলিভিশন এবং ওয়েব দুনিয়ার একাধিক তারকার হাতে তুলে দিয়েছেন পুরস্কার।
কলকাতার এক নামী পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আদৃত রায়, সৌমিতৃষা কুণ্ডু, মুনমুন সেন, প্রভাত রাত, ধৃতিমান চট্টোপাধ্যায় সহ আরও অনেক কলাকুশলীরা।
এছাড়াও ছিলেন মহম্মদ সেলিম, সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর, দিলীপ ঘোষের মতো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। এখানে সকলেই সেরার সেরা পুরস্কার অর্জন করেছেন।
সেরা ওয়েব সিরিজ হিসেবে খেতাব পেয়েছে শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেরা ধারাবাহিক হিসেবে নাম উঠল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এবং জি বাংলার ‘মিঠাই’ (Mithai)। সেরা জুটি হিসেবে পুরস্কার পেলেন, আদৃত রায়-সৌমিতৃষা কুণ্ডু এবং দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ।
View this post on Instagram
পার্শ্বচরিত্র হিসেবে পুরস্কার জিতেছেন, ‘গাঁটছড়া’র অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ‘জগদ্ধাত্রী’র রূপসা চক্রবর্তী। সেরা খলনায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা আর সেরা খলনায়ক ‘টুম্পা অটোওয়ালি’র জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। নবাগত অভিনেতা অভিনেত্রী ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র সুকৃত সাহা এবং ‘জগদ্ধাত্রী’র অঙ্কিতা মল্লিক। সেরা সহযোগী অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন ‘বোধন’ ওয়েব সিরিজ থেকে দিতিপ্রিয়া রায়। বেস্ট ইউটিউবার অ্যাওয়ার্ড পেয়েছেন কিরণ দত্ত ।
Leave a Comment