আবহাওয়াখবর

সাগরে তৈরী হচ্ছে ট্রিপল সাইক্লোন! কোথায় কখন নামবে বৃষ্টি? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে ঘূর্ণিঝড়! কখন নামবে বৃষ্টি? রইল আজকের আবহাওয়ার খবর

আবহাওয়ার খবর (Weather Update) : উত্তরবঙ্গের পর গত সপ্তাহ থেকে কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) ভালোই বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটা দুটো নয় বরং তিন তিনটে সাইক্লোন তৈরির মত পরিস্থিতি হয়ে গিয়েছে। এরই মাঝে আবহাওয়া (Weather) কেমন থাকবে তা নিয়ে আপডেট জারি করল আবহাওয়া দফতর।

আজ অর্থাৎ ২৪শে জুলাই বাংলা সহ ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছে হাওয়া অফিস। ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) এর মতে ঘূর্ণিঝড়টি নিমচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

Weather Update chances of rain

যে সাইক্লোন বর্তমানে তৈরী হয়েছে তা মধ্যপ্রদেশের ওপর দিয়ে বইবে। তবে এর ফলে পশ্চিমবঙ্গ সহ একাধিক পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী বুধবার থেকেই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অবশ্য তাতে তাপমাত্রার খুব একটা বদল হবে না বলেই জানা যাচ্ছে।

এদিকে আজ অর্থাৎ ২৪শে জুলাই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ইতিমধ্যেই বজ্রবিদ্যুতপাত সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিন্তু বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্থি কমার নামই নেই!

দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে জানা যাচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলাতেই মূলত বৃষ্টির সম্ভাবনা বেশি। মাঝে মধ্যে বজ্র বিদ্যুৎপাত সহ বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের জ্বালায় আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button