কেন বদলে ফেলেন মা-বাবার দেওয়া নাম? ২২ বছর পর আসল নামের প্রসঙ্গে মুখ খুললেন যীশু

Trisha

No comments
Reason Why Jisshu Sengupta Change his Real Name

Reason Why Jisshu Sengupta Change his Real Name: যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), অভিনেতা হিসেবে আজ গোটা দেশ তাকে চেনে। বাঙালি অভিনেতা হয়ে একসময় এই টলিউড(Tollywood) ইন্ডাস্ট্রিতেই তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। কিন্তু যত সময় এগিয়েছে যীশুর ভাগ্যের মোড় ঘুরেছে। কম বয়সে তিনি সুপারস্টার হতে পারেননি ঠিকই কিন্তু মধ্য বয়সে তিনি যে সাফল্য অর্জন করেছেন তেমনটা তৎকালীন সময়ের সুপারস্টারদেরও নেই।

এমনকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) হাতে গোনা যে ক’জন তারকা এই মুহূর্তে বলিউডে (Bollywood) রাজত্ব করছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। শুধু বলিউড বা টলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও(South Indian Film Industry) ছড়িয়ে পড়েছে যীশুর জনপ্রিয়তা। সারাজীবনে একাধিক সুপারহিট সিনেমা তিনি দিয়েছেন দর্শকদের। অভিনেতা বলেন তার এই সাফল্যের পেছনে তথা তাকে প্রকৃত অভিনেতা করে তুলতে যদি কারোর হাত থেকে থাকে তাহলে তিনি হলেন প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। 

আজ এত বড় মাপের অভিনেতা হলেও যীশুর (Jisshu Sengupta) প্রথম প্রেম কিন্তু অভিনয় ছিল না। সাক্ষাৎকারে অভিনেতা সাফ বলেন, তাঁর বাবা একজন অভিনেতা হলেও তাঁর অভিনয়ে আসার কোনও শখই ছিল না। একপ্রকার আচমকাই এসে যায় তিনি। অভিনয় জগতে পা রাখার পর নিজের নামও বদলে ফেলেন অভিনেতা। এত বছর পর এর পিছনের কারণটা ফাঁস করলেন তিনি।

১৯৯৮ সালে সুপারহিট ‘মহাপ্রভু’ সিরিয়ালে অভিনয় করেছিলেন যীশু। অনেকেই ভাবেন, এটাই ছিল অভিনেতার প্রথম প্রোজেক্ট। তবে সাক্ষাৎকারে যীশু নিজে জানান, ‘মহাপ্রভু’র আগে ১৯৯৭ সালে অন্য একটি টিভি শোয়ে একটি ছোট রোলে অভিনয় করেছিলেন তিনি। সেই শোয়ের পরিচালনা করেছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

অভিনেতা জানান, ‘যীশু’ আসলে তাঁর ডাক নাম ছিল। আর মাধবী মুখোপাধ্যায় তাঁকে তাঁর ডাক নাম ধরেই চিনতেন। সেই সময়ে অভিনেত্রী বলেছিলেন, ‘যীশু’ নামটাই তিনি রাখতে চান। ১৬-১৭ বছর বিশ্বরূপ (যীশুর ভালো নাম) কোনও প্রকার আপত্তি জানাননি।আসলে যীশু তখন ভাবতেই পারেননি তিনি পরবর্তীকালে একজন অভিনেতা হবেন। এরপর ‘মহাপ্রভু’ সিরিয়ালে অভিনয় করেন তিনি। সেই সিরিয়ালেও ‘যীশু’ নামেই পরিচিত হন তিনি। আর এখন তো সবাই তাঁকে এই নামেই চেনে। যীশুর আসল নাম যে ‘বিশ্বরূপ’ তা অনেকেই এখনও জানেন না।

Leave a Comment