মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! ৫ জেলায় বৃষ্টি নামবে ঝেঁপে, জেনে নিন আজকের আবহাওয়ার খবর

Nandini

No comments
15th July Weather Update South Bengal Kolkata Aajker Abohaowa

Weather Update: এ যেন মুহূর্তে মুহূর্তে রং বদলাচ্ছে আবহাওয়া! কখনো ভ্যাপসা গরম, কখনো রোদ তো কখনো আবার দু এক পশলা বৃষ্টি এরমই রয়েছে আবহাওয়া। তবে এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)। চলুন জেনে নেওয়া যাক কি জানাল হাওয়া অফিস।

যেমনটা জানা যাচ্ছে এখনের মত আগামী ২৪ ঘন্টা কলকাতা সহ হাওড়া, হুগলি অঞ্চল মেঘাছন্ন থাকবে। তবে বিকেলের দিকে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে বজ্রবিদ্যুৎপাত হতে পারে। রইল বাকি ভ্যাপসা গরমের কথা, সেটাও বজায় থাকছে আপাতত। এদিন তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।

Weather Update

আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। তবে রবিবার অর্থাৎ ১৬ই জুলাইয়ের পর উন্নতি হতে পারে। যার কারণ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এক ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। এর ফলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্তিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের পর আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। সকলেই জানেন বিগত কয়েকদিন ধরে অতিবৃষ্টি, বজ্যবিদ্যুত্পাতের জেরে বিধস্ত উত্তরবঙ্গ। তবে এখোনও আবহাওয়ার উন্নতির কোনো খবর পাওয়া যায়নি। আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টি বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ন এলাকায় বন্যার আশংকা আরও বাড়ছে।

উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগেই লাল সতর্কতা জারি করা হয়েছিল। সেই সতর্কতা এখনও বজায় থাকছে। এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হবে।

Leave a Comment