কয়েক ঘন্টায় নামতে চলেছে ভয়ংকর বৃষ্টি! নিম্নচাপ নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর

1minute Desk

No comments
West Benal Weather Update Chances of Rain in these districts and Kolkata

West Bengal Weather Update : দেখতে দেখতে জুলাই মাস শেষের পর্যায়। তবে এখনো দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি সেভাবে লক্ষ করা যায়নি। বৃষ্টি (Rain) হয়েছে ঠিকই, তবে বিক্ষিপ্তভাবে, তাই ভ্যাপসা গরমের অস্বস্থি থেকেই যাচ্ছে। এসবের মাঝেই হটাৎ করে পাল্টে গিয়েছে আবহাওয়া। সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) থেকে পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টি হবে তা নিয়ে বড় আপডেট (Weather Update) পাওয়া গিয়েছে।

মৌসম ভবন সূত্রে খবর, ওড়িশার উপকূলের কাছাকছি অঞ্চলে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি দক্ষিণ ওড়িশার কাছে অন্যটি পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্তের জেরেই নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যার প্রভাব সরাসরি পড়বে দক্ষিণ বঙ্গে।

Weather Update chances of rain

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (Rain Alart in South Bengal)

ঘূর্ণাবর্তের জেরে আগামী কিছুদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে আগামী ৩-৪ দিন বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টি হবে। তবে এতে গরম বা তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না। অর্থাৎ ভ্যাপসা গরমের কারণে যে অস্বস্থি ছিল, তা থেকেইজাবে।

যেমনটা জানা যাচ্ছে আগামী ২৬ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ২৭ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘন্টা কলকাতা ও হাওড়া, হুগলি সহ পার্শ্ববর্তী এলাকা মেঘাছন্ন থাকবে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস (Rain Alart in North Bengal)

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। কিন্তু এখনও এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই বলেই জানা যাচ্ছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই ৩ জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। তবে বাকি উত্তরবঙ্গের জেলাতেও মাঝারি কিংবা হালকা বৃষ্টিপাত চলবে। এসবের মাঝে আগামী শুক্রবার উল্লিখিত তিন রাজ্যে রেড এলার্ট জারি করা হয়েছে।

Leave a Comment