চলতি বছরে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় একটা দুটো নয়, আটটা কি তার অধিক ধারাবাহিকের (Serial) আগমন ঘটেছে। এবার আবার প্রকাশ্যে এসেছে সান বাংলার নতুন ধারাবাহিক ‘দ্বিতীয় বসন্ত’ (Dwitiyo Bososnto) এর প্রোমো। ‘গঙ্গারাম’ খ্যাত অভিনেত্রী সোহিনী গুহ রায় আবার আসতে চলেছেন পর্দায়, যাতে শাশুড়ি হিসেবে দেখা যাচ্ছে চুমকি চৌধুরীকে (Chumki Choudhury)।
শাশুড়ি বৌমার বন্ডিং কেমন হওয়া উচিত? এতদিন পর্যন্ত ধারাবাহিকে শাশুড়ি বৌমার সম্পর্ক মানেই তেতো, কদাকার বিশ্রী এক সম্পর্কের সমীকরণ আমাদের চোখে পড়েছে প্রতিবার। কিন্তু দিন বদলেছে, এখন এই সম্পর্কের সমীকরণেরও পরিবর্তন ঘটেছে। এখন বাংলা ধারাবাহিকে শাশুড়ি বৌমার টক-মিষ্টি বিরল সম্পর্ক চোখে পরে।
‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকের প্রোমোতে শাশুড়ি বৌমার সম্পর্কের এক অদ্ভুত দিক তুলে ধরা হয়েছে। এখানে মূলত দেখানো হয়েছে একটা মানুষ কতটা উচ্চ মানসিকতার হতে পারে! নতুন প্রোমোতে দেখা গেল সোহিনী বাড়ির বউ। যার একটি ছোট মেয়েও রয়েছে। ছেলের বউ প্রতারণার শিকার। তাঁর বিয়ে দেওয়ার জন্যই উঠে পরে লেগেছেন চুমকি চৌধুরী।
এই ধরণের সম্পর্ক ধারাবাহিক যেন আজকাল বাস্তব জগতেও বিরল! কিন্তু এমনটাইতো হওয়ার কথা সমাজে! এর আগেও শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন চুমকিদেবী। এবার প্রশ্ন হলো যেই সময়ে ধারাবাহিক মানেই শাশুড়ি বৌমার ঠোকাঠুকি,বিদ্বেষ, সেখানে দাঁড়িয়ে এমন একটি নতুন চরিত্র পেয়ে কেমন লাগছে অভিনেত্রীর?
তাঁর কথায়, “আমার ভীষণ ভাল লাগছে। এমন ধরনের নতুন একটা চরিত্র। আলাদা রকমের। যে মানুষটি মেয়ের থেকেও বেশি তাঁর বৌমাকে ভালবাসে। এমন একটি চরিত্র পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে”। সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় ,দীর্ঘদিন অভিনয় করছেন ইন্ডাস্ট্রিতে। শাশুড়ি বৌমার কূটকচালি ছেড়ে বেরিয়ে এই যে চরিত্র, তাতে কী মনে হয়? বাংলা সিরিয়ালের ধারাটা বদলাচ্ছে?
অভিনেত্রীর সাফ জানান ”একদম! আলবাত বদলাচ্ছে। বলা যেতে পারে দজ্জাল শাশুড়ির পার্টটা শেষ হয়ে যাচ্ছে। ঘুরছে সম্পূর্ন বিষয়টা। এটা একটা বেশ ভাল দিক।” , “আমার সবথেকে ইচ্ছে হয়েছিল এই চরিত্রটা করার এই একটা কারণেই। এই যে শাশুড়ি হয়ে বৌমার পাশে দাঁড়াচ্ছে। এটা সব জায়গায় হয় না। কনসেপ্টটা খুব অন্যরকম। শুধু সিলভার স্ক্রিনে না, আমি কিন্তু বাস্তবেও বিশ্বাস করি কোনও ছেলের বউয়ের সঙ্গে যদি এই ঘটনা ঘটে যে ছেলে তাঁকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে, তাহলে শাশুড়ির অবশ্যই সেই মেয়েটির পাশে দাঁড়ানো উচিত। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বিষয়টা। সেই কারণেই এই চরিত্রটা আমার মন ছুঁয়ে গিয়েছে।”
Leave a Comment