বাংলা সিরিয়ালপ্রেমীদের (Bengali Serial) প্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম স্টার জলসা (STAR JALSHA)। টিআরপির (Target Rating Point) ওপরেই এক একটা চ্যানেল দাঁড়িয়ে। তাই টিআরপির দৌড়ে যেই ধারাবাহিক পিছিয়ে পরে তাকে বন্ধ করে তার জায়গায় নিয়ে আশা হয় নতুন ধারাবাহিক। যার ফলে একাধিক নতুন মুখের আগমন ঘটে সিরিয়াল জগতে। যার ফলস্বরূপ টিআরপিও বাড়ে হু হু করে!
উৎসবের মরসুমেই স্টার জলসা খবর দিয়েছিলো এবার এক উকিল ম্যাডাম গীতার জার্নি নিয়ে হাজির হচ্ছে তারা। পারিবারিক ড্রামা, প্রেম-ভালোবাসার গতে বাঁধা ছক ভেঙে এবার একটু দর্শককে নির্ভেজাল কমেডির স্বাদ দিতেই আসছে গীতা এলএল.বি। টিআরপিতে একের পর এক খারাপ ফলের ফলে অচিরেই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো চ্যানেল। তার জায়গায় সোমবার, ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে গীতা এলএলবি(Geeta LLB)।
এই ধারাবাহিকের হাত ধরে ফিরছেন ছোট পর্দার পরিচিত মুখ হিয়া মুখোপাধ্যায়(Hiya Mukhopadhaya)। সান বাংলার নয়নতারা ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জেঁকে বসেন তিনি। অন্যদিকে নায়কের চরিত্রে দেখা যাবে। গীতার নাম ভগবৎ গীতার উপর ভিত্তি করে তার বাবা দিয়েছিল। পেশায় উকিল বাবা কিন্তু ব্যর্থ নামকরণে। এবার বাবার পথ অনুসরণ করছে গীতাও। যদিও এখনও সে এমন কোনও কেস পায়নি যাতে তার নাম ডাক হয়।
প্রোমোতে জানিয়ে দেওয়া হয়েছে খুন জখম রাহাজানি চুরি বাটপারি শ্লীলতাহানি যে কোনও কেস সামলাতে আসছে গীতা LL.B। মধ্যবিত্ত বাড়ির মেয়ে গীতা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটাই করে সে। উকিলের ড্রেস পরে বেরতে যাবে ঠিক সেই সময়ই কেউ বলছে ইশাবগুল এনে দিস তো কারও দাবি লাইটের বিল জমা দিতে হবে। সকলের কথা শুনে একেবারে নাজেহাল মেয়েটি। কিন্তু এর মাঝেই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আজ যেন একটা কেস পেয়ে যাই।
এমন সময় ভাগ্যের ফেরে শহরের নামিদামি উকিলের বিরুদ্ধে কেস লড়ার সুযোগ আসে গীতার। প্রতিপক্ষ হলেন ধারাবাহিকের নায়ক কুণাল শীল(Kunal Shil)। এমন অবস্থায় কী করে এই কেস লড়ে গীতা, নিজের কেরিয়ার গড়ে নেয় এবং নায়কের সঙ্গে প্রেম জমে ওঠে সেই গল্প বলবে ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় আসা এই ধারাবাহিক।
Leave a Comment