ষ্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম ‘মেয়েবেলা’ (Meyebela)। অল্প দিনেই দর্শকদের প্রিয় হয়ে গিয়েছে মৌ-ডোডোর কাহিনী। কিন্তু বৃহস্পতিবারের পর্ব দেখে রীতিমত অবাক সবাই। কেন? কারণ বিগত কিছুদিন ঘরেই কানাঘুসো শোনা যাচ্ছিলো যে ‘বিথী মাসি’ চরিত্রের অভিনেত্রী রুপা গাঙ্গুলি (Rupa Ganguly) নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন। সেই আশঙ্কাই সত্যিই প্রমাণিত হল। ‘বিথী মাসি’ চরিত্র দেখা গেল অন্য এক অভিনেত্রীকে।
দীর্ঘদিন পর ‘মেয়েবেলা’ সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করেছিলেন রুপা গাঙ্গুলী। মাঝে রাজনীতির সাথে যুক্ত ছিলেন বহুদিন। কিন্তু অভিনয়ে এসেও কেন তাকে সরিয়ে দেওয়া হল? এই প্রশ্নই এখন সমস্ত দর্শকমনে। তাঁর বদলে দেখা যাচ্ছে আরেক জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাসকে (Anushree Das)। ষ্টার জলসার একাধিক মেগা সিরিয়ালে বারেবারে নজর কেড়েছেন তিনি।
খড়কুটো, বালিঝড়, মোহর থেকে এক্কা দোক্কা এর মত সিরিয়ালে দেখা গিয়েছে অনুশ্রী দাসকে। আর এবার মেয়েবেলাতে ডোডোর মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। কিন্তু কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মোটেই মেনে নেননি দর্শকদের একাংশ। নেটিজেনদের কিছুজনের মতে, এমন আচমকাই গুরুত্বপূর্ণ চরিত্রের মুখবদল একদমই ঠিক হয়নি।
এদিকে এই নেটিজেনদের একাংশেরই এতদিন রুপার অভিনয়কে ‘ওভার অ্যাকাটিং’ এর তকমা দিয়েছিলেন। নতুন প্রকাশিত প্রমো দেখেই আন্দাজ করা হয়েছিল বিথী চরিত্রে বদল হতে চলেছে। প্রমোর কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘রূপা গাঙ্গুলী কেন সরলো জানি না। তবে এনাকে একদম ভাল লাগলো না।’ তো আবার কারোর মতে, ‘রূপা গঙ্গোপাধ্যায়ের তুলনা হয় না কেন পাল্টে দিল কে জানে?’
অবশ্য ইতিমধ্যেই বেশ কিছু কারণ খুঁজে বের করে ফেলেছেন দর্শকরাই। কারোর মতে, যেভাবে বিথী চরিত্রকে দর্শকদের কাছে তুলে ধরা হচ্ছিল সেটা মোটেই পছন্দ ছিল না রুপা গাঙ্গুলীর। আবার আরেক মতানুযায়ী, ক্রিয়েটিভ ডিফারেন্স এর কারণেই এমন সিদ্ধান্ত।
প্রসঙ্গত, সম্প্রতি মেয়েবেলার ১০০ পর্বের সেলিব্রেশন হয়েছে। এমন একটা সময়ে এভাবে চেনা মুখ পাল্টে যাওয়া অনুচিত বলেন মনে করছেন অনেক। তবে এসবের মাঝে আরও কিছু কারণ ঘিরে আলোচনা চলছে। যাদের মধ্যে একটি, বর্তমানের বাংলা টেলিভিশনের তারকাদের মধ্যে নাকি সবচাইতে বেশি পারিশ্রমিক নিচ্ছিলেন তিনি। আরেকটি কারণ হিসাবে জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থার সাথে নাকি ঠিক বনিবনা হচ্ছিলো না! তবে এই সমস্তটাই জল্পনা মাত্র, আসল কারণ এপর্যন্ত জানা যায়নি।
Leave a Comment