জনপ্রিয়তা সত্বেও পর্দা থেকে উধাও এই ৫ অভিনেত্রী, কি কারণ? রইল খোঁজ

Nandini

No comments
why-this-famous-5-bengali-actresses-are-not-shown-in-telivision

বাংলা সিরিয়াল (Bengali Serial) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা একটা সময় এতটাই জনপ্রিয় ছিল যে সবসময় তাঁরা শিরোনামে থাকতেন। তাঁদের অভিনয় এতটাই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল তাদের ছাড়া কোনো কথাই নেই। এরা কিন্তু কেউই পার্শ্ব চরিত্রে ছিলেন না, সবাই ছিলেন মুখ্য ভূমিকায়। কিন্তু এখন আর তাঁদের আর দেখা যায়না। দেখে নেওয়া যাক সেই জনপ্রিয় অভিনেত্রীদের সম্পর্কে যারা জনপ্রিয় হয়েও হারিয়ে গেছেন।

অনন্যা চ্যাটার্জি (Ananya Chatterjee) : টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ অনন্যা চ্যাটার্জি। তিনি জনপ্রিয় হয়েছিলেন জি বাংলার ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের মধ্যে দিয়েই। তারপর অভিনয় করেছেন বড় পর্দাতেও । কিন্তু বর্তমানে তাঁর আর দেখা মেলেনা। তবে শোনা যাচ্ছে দেখা মিলবে, সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ তে।

বিনীতা চ্যাটার্জি (Vinita Chatterjee) : ২০১৬ সালে ‘মেম বউ’ (Mem Bou) ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় এসেছিলেন। বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। তাঁর চরিত্র তাঁর লুক দর্শকদের বেশ আকর্ষণ করেছিল। কিন্তু এরপর আর তাঁকে টিভির পর্দায় দেখা মেলেনি।

তিথি বসু (Tithi Basu) : মা ধারাবাহিক দেখেননি এমন মানুষ খুবই কম রয়েছেন। একটানা ৫ বছর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্র ঝিলিক, এই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন তিথি বসু। এই অভিনেত্রীকে এই ধারাবাহিকের পর আর কোথাও দেখা যায়নি।

বাসবদত্তা চ্যাটার্জি (Basabdutta Chatterjee) : ‘বয়েই গেলো’, ‘গানের ওপারে’, ‘নেতাজী’ এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে আর ধারাবাহিকে আর দেখা যায়নি। শেষবার দেখা গিয়েছিল ‘প্রথমা কাদম্বিনী’ তে। বড় পর্দাতেও অভিনয় করেছেন, কিন্তু বর্তমানে দেখা যায়নি। শেষ দেখা গিয়েছিল, ‘অভিযান’ সিনেমায়।

রণিতা দাশ (Ranieeta Dash) : ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের বাহামণি। এই ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। ২০০৯ সালে স্টার জলসার ধারাবাহিক ‘ধন্যিমেয়ে’ দিয়ে শুরু হয়েছিল পথচলা। কিন্তু বর্তমানে আর তাঁকে দেখা যায়নি।

Leave a Comment